রাজধানীর মতিঝিলের আদমজি কোর্ট ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
বক চত্বরসংলগ্ন আদমজি কোর্টের এনেক্স ভবনের সাততলায় বেলা ১টা ৩৫ মিনিটে মিনিটে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. আনিসুর রহমান জানান, আগুনে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
একই ভবনে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের অফিসও রয়েছে।