এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের সহযোগী ওকায়ামার পরিচালক শুভ্রা দাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার তাঁকে গ্রেপ্তার করে। শুভ্রা দাস যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
দুদকের একটি সূত্র বলছে, ওকায়ামা লিমিটেড একটি ভুয়া কাগুজে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নামে ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়।