ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাজধানীর মতিঝিলের আদমজী কোর্ট ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বেলা ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. আনিসুর রহমান।
তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
মতিঝিলের বক চত্বরসংলগ্ন সাততলা ভবনটির সবচেয়ে ওপরের তলার বাংলাদেশ পাটকল করপোরেশনের অফিসে এ আগুন লাগে বেলা ১টা ৩৫ মিনিটে।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
তবে সূত্র বলছে, যে সাততলায় আগুন লাগে, সেখানে পাটকল করপোরেশনের পুরোনো কাগজপত্র রয়েছে।