জামালপুর পৌর শহরের রশিদপুর এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ মো. ইকরামুল হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত রোববার দুর্ঘটনার দিন ঘরের মধ্যে আগুনে পুড়ে তাঁর স্ত্রীর মৃত্যু হয়।
ইকরামুল হোসেন পৌর শহরের রশিদপুর এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি রশিদপুর বাজারের একজন পেট্রল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার সকালে ইকরামুল হোসেনের স্ত্রী শিপ্রা গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। পাশে তিনিও ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন ঘরে থাকা পেট্রলে লেগে যায়। এতে মুহূর্তেই পুরো ঘরে আগুন ধরে যায়। তাঁরা দুজন ঘর থেকে বের হতে পারছিলেন না। পরে স্থানীয় লোকজন গিয়ে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করেন। কিন্তু তাঁর স্ত্রী শিপ্রা ঘরের মধ্যেই আগুনে পুড়ে যারা যান। তাঁদের পাঁচ বছর বয়সী একমাত্র মেয়ে ঘটনার একটু আগে দাদার বাড়িতে যাওয়ায় রক্ষা পায়।
মো. ইকরামুল হোসেনের ভাগনে মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, দগ্ধ অবস্থায় তিন দিন তাঁর মামা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তাঁর শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়েছিল। ফলে তাঁকে বাঁচানো যায়নি।