ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের সাথে অটোরিকশার ছোঁয়া লাগায় আলামিন নামে এক অটোরিকশা চালককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করারে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শনিবার ভোরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত আলামিন (২৩) ধামরাই পৌরসভার কায়েতপাড়া মহল্লার বজলুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে ধামরাই পৌরসভার মাধববাড়ি ব্রিজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে আলামিনের অটোরিকশার সঙ্গে ধামরাই পৌরসভার গোয়ারীপাড়া মহল্লার আল মাহফুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় চালককে খুন করবে বলে সে হুমকি দেয়। হত্যা করার জন্য ছুরি নিয়ে মাধববাড়ি ব্রিজের দক্ষিণ পাশের ঢালে একটি চায়ের দোকানের সামনে বসে থাকে মাহফুজ। ওই দিনই অটো নিয়ে আলামিন যাওয়ার সময় প্রকাশ্যে তার পেটে ও বুকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় সে।
এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন। তার লাশ উদ্ধার করে পুলিশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার জড়িত সন্দেহে শনিবার ভোর রাতে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করছেন। পুলিশ আসামিকে গ্রেফতারে কাজ করছে।
বিডি প্রতিদিন/আবু জাফর