বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে আনুষ্ঠানিকভাবে হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের সঙ্গে যুক্ত সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের কোনো অঞ্চল অনুন্নত থাকবে না, করোনা না আসলে আরো এগিয়ে যেত দেশ। তিনি আরো বলেন, শিশুরা স্কুলে যেতে পারছেনা এটাই এখন সবচেয়ে বড় ক্ষতি; তারপরও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালু রেখেছে সরকার। তিনি বলেন, হাওর এলাকায় কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে চায় সরকার।
কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হাওরবেষ্টিত ৩ উপজেলার যোগাযোগের অন্যতম বাধা ছিল পানি।সময়ের পরিবর্তনে এই হাওর এখন পর্যটনের নতুন সম্ভাবনা। সম্ভাবনাকে কাজে লাগিয়ে সারা বছর ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের উপজেলার মধ্যে সড়ক পথে যোগাযোগ চালু রাখার জন্য ৮৭৪ কোটি টাকা ব্যয়ে ৩০ কিলোমিটার সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
সড়কটির উদ্বোধনী আয়োজনে গণভবন ভিড়িও কনফারেন্সে বলেন, হাওরের ধান ও মাছ সংরক্ষনে সরকারের নানা পরিকল্পনার কথাও জানান। অষ্টগ্রামের বিখ্যাত পনির বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প তৈরিতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।
সরকারের নানা পরিকল্পনার ফলেই একদিন দেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে-এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, ‘অলওয়েদার’ সড়কটি নির্মানে রাষ্ট্রপতির ইচ্ছাকে স্বাগত জানিয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।