স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনকালে ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবলীগ। শনিবার শহরের বঙ্গবন্ধু সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে রবিবারের হরতাল প্রতিহতের ঘোষণা দেয়া হয়েছে।
চাষাঢ়া থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে ডিআইটি হয়ে ২নং রেল গেইট এসে শেষ হয়। এরপর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাৎ মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার