নোয়াখালীর বেগমগঞ্জের অন্ততপুরে গত বৃহস্পতিবার (২৫ মার্চ) গৃহবধূ বিবি কুলসুম রুমাকে মারধর করে মুখে বিষ ডেলে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী আলাউদ্দিন নিশু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আজ সোমবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে গৃহবধূ বিবি কুলসুম হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধন-সমাবেশে এ অভিযোগ করেন নিহতের স্বজনরা।
মানববন্ধন-সমাবেশে তারা বলেন, যৌতুকের জন্য প্রায়ই রুমাকে নির্যাতন করতো তার স্বামী ও পরিবারের সদস্যরা। সর্বশেষ গত ২৫ মার্চ তাকে মারধর করে মুখে বিষ ডেলে হত্যা করে তারা। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। নিহতের স্বজনরা আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত