‘নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে গর্জে ওঠো, রুখে দাঁড়াও- দুর্নীতিসহ সকল অনাচার থেকে সমাজকে বাঁচাও’ স্লোগানে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করে এবং এই অঙ্গীকার করে।
তারা বলেন, আমরা আইনগত সহায়তা প্রদানে ধর্ষকের পক্ষে আদালতে দাঁড়াবো না। তারা বলেন, নারী নির্যাতন ও নারীর মানবাধিকার লঙ্ঘন আজ মহামারি আকার ধারণ করেছে। কন্যা, জননী কেউই নিরাপদ নয়। এটা প্রতিরোধ করতে হবে। ধর্ষক নয়; ধর্ষকদের আশ্রয় ও প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সকল নাগরিকের নিরাপত্তা দিতে রাষ্ট্রের জোরালো ভূমিকা গ্রহণের আহ্বান জানান বক্তারা।
সভাপতি অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, আজিজুর রহমান সাবু, কাজী ফুরদুল ইসলাম, আমিনুর রহমান হিরু।