নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় যাত্রীবাহী প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাত ২টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হামলায় শিশুসহ ৪ জন আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর থেকে প্রাইভেটকারযোগে ঢাকা আসছিলেন ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মজিবুল্লাহ ফরহাদ। এ সময় তার সাথে তার পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। তারা রবিবার রাত ২টার দিকে সোনারগাঁয়ে দড়িকান্দি এলাকায় পৌছলে সংঘবদ্ধ ডাকাতদল তাদের প্রাইভেটকারের গতিরোধ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা, ৩টি মোবইল ফোনসহ কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মজিবুল্লাহ ফরহাদ বলেন, হরতালের কারণে রাতে সড়কে জানজটের সৃষ্টি হয়। এই যানজটের মধ্যে আমাদের গাড়িও ছিলো। রাত ২টার দিকে একদল ডাকাত গাড়ি ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব নিয়ে যায়। তিনি আরও বলেন, একই সময় আরও ৪টি গাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। পরে পুলিশের সহযোগীতার জন্য ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এলে ডাকাতরা পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মহাসড়কে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ