লাদাখে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। এমনটাই অভিযোগ করে থাকে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসসহ একাধিক বিরোধী দল। সেই দাবি উড়িয়ে দিলেন সেনাপ্রধান এম এম নারাভানে।
পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা থাকলেও ভারতীয় ভূখণ্ডের এক ইঞ্চিও চীনকে ছাড়েনি। সীমান্তের কোনও অংশেই পিছিয়ে আসেনি ভারত। আগেও যেখানে ছিলাম। এখনও সেখানেই রয়েছি আমরা।
মঙ্গলবার সংবাদসংস্থাকে এমনটাই জানালেন দেশটির সেনাপ্রধান।
ভারত-চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে ওঠে গত জুন মাসে। গালওয়ানে এক অস্থায়ী চৌকি সরানোকে কেন্দ্রে করে ভারত ও চীনা সেনাদের সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়। চীনা শিবিরে অনেকের মৃত্যু হলেও তা তারা স্বীকার করেনি। ওই ঘটনার পর সরব হয় কংগ্রেস ও বামেরা। তাদের দাবি, নরেন্দ্র মোদিকে দেশের মানুষের কাছে বলতে হবে, চীনা সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ড দখল করেছে কিনা।
সীমান্ত উত্তেজনা কমাতে দু’দেশের মধ্যে কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। গত ১ ফেব্রুয়ারি এলএসি থেকে সেনা সরাতে শুরু করেছে দু’দেশ। নারাভানে জানান, প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ সীমান্ত থেকে সেনা সদস্যরা তাদের নিকটবর্তী শিবিরে ফিয়ে গিয়েছে। সূত্র: জিনিউজ
বিডি প্রতিদিন/কালাম