করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় শরীয়তপুর পৌর বাস টার্মিনাল ও জাজিরার মঙ্গল মাঝির ঘাট এলাকায় চালক এবং যাত্রীদের মাঝে জেলা পুলিশের মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ
করা হয়েছে।
জিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার- এই প্রতিপাদ্যে মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ-এই শ্লোগানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে উদ্বুদ্ধ করতে শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান উদ্যোগে ২৩ মার্চ হতে প্রতিদিন শরীয়তপুরের সকল থানা এলাকায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ হচ্ছে।
তারই অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১২টায় শরীয়তপুর পৌর বাস টার্মিনাল ও জাজিরার মঙ্গল মাঝির ঘাট এলাকায় যাত্রীসহ জনসাধারনের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন মো. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), শরীয়তপুর এবং তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শরীয়তপুর।
এ সময় উপস্থিত ছিলেন মো. আসলাম উদ্দিন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুর, আজহারুল ইসলাম সরকার, অফিসার ইনচার্জ, জাজিরা থানা, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন