বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৩ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে আজ বুধবার পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৪৩৪ জন। তাদের তথ্য অনুযায়ী, করোনায় মোট মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ৯২১ জন। সুস্থ্য হওয়া মানুষের সংখ্যা ২ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৯৮১ জন।
যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখ ৯০ হাজার ২৫৩ জন। মারা গেছে ২ লাখ ২০ হাজার ৮৭৩ জন। করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম স্থানে যুক্তরাষ্ট্র। ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭২ লাখ ৩৯ হাজার ৩৮৯ জন। দেশটিতে মারা গেছে ১ লাখ ১০ হাজার ৬১৭ জন।
তৃতীয় অবস্থানে ব্রাজিল। ব্রাজিলে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫১ লাখ ১৪ হাজার ৮২৩ জন। মারা গেছে ১ লাখ ৫১ হাজার ৬৩ জন। বাংলাদেশের অবস্থান ১৬তম।