• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গোসাইরহাটে ঢুবার পানিতে ডুবে শিশুর মৃত্যু গোসাইরহাটে চেয়ারম্যান সমর্থকদের বিরুদ্ধে কৃষকদের ধান কেটে নেওয়ার অভিযোগ বাকেরগঞ্জে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর মতিহার থানা এলাকার হোয়াইট কালার মাদকের গড ফাদার ‘অলি’ পোরশায় মহান স্বাধীনতা দিবসে প্রশাসনের অনুষ্ঠানে উপস্থিত হয়নি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বাকেরগঞ্জ এর ভরপাশায় ঝুঁকিপূর্ণ ব্রিজ টি কয়েক গ্রামের মানুষের চলাচল, অনুপোযোগী রাস্তাঘাট! নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি ঘোষনা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১ গুরুতর আহত -১ মডেল তাসনিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আজ গীতিকবি মিলন খানের জন্মদিন




সৌরভ অধিনায়কত্বের যে ‘পাঠ’ নিয়েছেন শেবাগের কাছে

Reporter Name / ১৬০ Time View
Update : রবিবার, ৪ এপ্রিল, ২০২১




মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা আজ যে মঞ্চে দাঁড়িয়ে ভারতকে এগিয়ে নিয়ে গেছেন, অনেকের মতে সেই মঞ্চটা সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বেই তৈরি করা। ভারত এখন যে গোটা ক্রিকেট দুনিয়ায় ভয়ডরহীন ক্রিকেটের বিজ্ঞাপন, সেটির ভিত্তি তো সৌরভের সময়ই গড়ে তোলা। বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, যুবরাজ সিং, জহির খান, হরভজন সিং, ইরফান পাঠানের মতো একঝাঁক তরুণ–তুর্কিকে লাইসেন্স দিয়েছিলেন নিজের প্রতিভাকে শতভাগ বিকশিত করার। নিজের স্বভাবজাত নেতৃত্বগুণ ছিল, কিন্তু তাই বলে সৌরভ যে কারও কাছ থেকে অধিনায়কত্বের পাঠ নিতেন না, সেটি বলা যায় না। সৌরভও অধিনায়কত্বের ব্যাপারে উদাহরণ মনে করতেন কাউকে না কাউকে।

সৌরভ সেটি এক ইউটিউভ লাইভে এসে প্রকাশ করেছেন সম্প্রতি। বিসিসিআইয়ের সভাপতি জানিয়েছেন, তিনি অধিনায়কত্বের একটা গুরুত্বপূর্ণ দিক শিখেছেন বীরেন্দর শেবাগের কাছ থেকে।

শেবাগের ক্যারিয়ারে সৌরভের অবদান সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। লোয়ার অর্ডারে একটু মেরে খেলতে পারে, সঙ্গে অফস্পিনটাও পারে—এমন কিছু গুণ নিয়েই জাতীয় দলে এসেছিলেন শেবাগ। কিন্তু ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপকে হটিয়ে মূল একাদশে সুযোগ করে নিতে পারছিলেন না। তখন এই সৌরভই পাশে দাঁড়ান তরুণ শেবাগের। বিনিময়ে নিজেও শেখেন নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ দিক। নিজের অধিনায়কত্বে শেবাগের অবদান স্বীকার করতে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের সেই বিখ্যাত ২০০২ ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ফিরে গিয়েছিলেন সৌরভ।

শেবাগ সৌরভকে বলেছিলেন ব্যাটসম্যানদের সহজাত খেলাটা খেলতে দিতে।

সে ম্যাচে ৩২৫ রান তুলেছিল ইংল্যান্ড। সে কন্ডিশনে অত রান তোলা ভারতের মতো ব্যাটিং–নির্ভর একাদশের জন্যও বেশ বড় একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু সে চ্যালেঞ্জের মুখোমুখি হতে গিয়ে শেবাগ সৌরভকে শিখিয়েছিলেন, যে যেমন খেলোয়াড়, তাঁকে ঠিক সেভাবেই খেলতে দেওয়া উচিত। মতামত দিয়ে তাঁর স্বাভাবিক খেলার ধরনে বিঘ্ন সৃষ্টি করা উচিত না।

রান তাড়া করতে গিয়ে শেবাগকে নিয়ে ওপেন করতে নেমেছিলেন সৌরভ। দুজনই শুরু থেকে মেরে খেলতে শুরু করেছিলেন। বিশেষ করে সৌরভ নিজে ভালোমতো কচুকাটা করছিলেন ড্যারেন গফ, অ্যান্ড্রু ফ্লিনটফ, অ্যাশলি জাইলসদের। ১২ ওভারে ৮২ রান তুলে ফেলেছিলেন দুজন। ঠিক তখনই দলের অধিনায়ক সৌরভের মনে হলো, একটু রয়েসয়ে খেলা উচিত। মারকাটারি না খেলে এবার সিঙ্গেলস-ডাবলস নিয়ে খেলা উচিত। কিন্তু শেবাগ সে কথা মানেননি।ইউটিউব চ্যাটে এর পরের কথাগুলো সৌরভের ভাষ্য থেকেই জেনে নিন, ‘আমরা ৩২৫ রান তাড়া করতে নেমেছিলাম। আমি আর শেবাগ ওপেন করতে নামি। লক্ষ্যমাত্রা দেখে আমি একটু বিরক্ত ছিলাম, হতাশ ছিলাম। কিন্তু শেবাগ আমাকে বলেছিল, আমরা জিতবই। প্রথম ১২ ওভারে ৮২ রান তোলার পর আমি ওকে বললাম, নতুন বলের বোলারদের যেহেতু মোকাবিলা করে ফেলেছি, এখন আস্তে আস্তে নিজেদের ওপর রাশ টেনে ধরি, সিঙ্গেলস-ডাবলস নিয়ে খেলতে থাকি।’

কিন্তু সৌরভের কথাকে শেবাগের থোড়াই কেয়ার! পরের ওভারে বল করতে এসেছিলেন মিডিয়াম পেসার রনি ইরানি। প্রথম তিন বলেই সপাটে চার মারেন শেবাগ। ওভারের ছয় বলে চার মারেন চারটা। সৌরভ ততক্ষণে রাগে কাঁপছেন, ‘রনি ইরানি যখন তার প্রথম ওভারে বল করতে এল, শেবাগ প্রথম বলেই চার মারল। আমি সেটা দেখে ওকে গিয়ে বললাম আচ্ছা ঠিক আছে, একটা চার যেহেতু এসেই গেছে, পরের বলগুলো সিঙ্গেল নিয়ে নিয়ে খেলি। কিন্তু সে আমার কথা শোনেনি। দ্বিতীয় আর তৃতীয় বলেও সে চার মেরে বসে। আমি তো তখন শেবাগের এমন কাণ্ডে রাগে কাঁপছি।’

তবে কিছুক্ষণের জন্য রেগে গেলেও সেখান থেকেই অধিনায়কত্বের বড় শিক্ষাটা পেয়ে যান সৌরভ, ‘এরপরই আমি বুঝলাম, ওকে কিছু বলে লাভ নেই। ওর খেলার ধরনটাই এমন। মেরে খেলে। একজন খেলোয়াড় কীভাবে খেলে, সেটা বুঝে একজন অধিনায়ককে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে হয়।’

সৌরভ ও শেবাগের কল্যাণে দুর্দান্ত শুরু করা ভারত সে ম্যাচটা জেতে যুবরাজ সিং ও মোহাম্মদ কাইফের ব্যাটে চড়ে। ম্যাচ শেষে লর্ডসের ব্যালকনিতে ‘উদ্ধত’ সৌরভের সেই জার্সি খুলে ওড়ানো কে-ই বা ভুলতে পারে!

 





আপনার মতামত লিখুন :

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/deshytvn/public_html/wp-includes/functions.php on line 5583

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ