আইপিএল খেলতে গত ২৭ মার্চ ভারতে গেছেন সাকিব আল হাসান। কোয়ারেন্টিনের মেয়াদ শেষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনুশীলনও শুরু করেছেন বাংলাদেশের এ তারকা অলরাউন্ডার।
চেন্নাইয়ে আগামী রোববার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়ে আইপিএলে এবারের মৌসুম শুরু করবে সাকিবের দল কলকাতা। এবার আইপিএলে নিজের লক্ষ্যের কথা ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন সাকিব। একটি রেকর্ডও ভাঙতে চান তিনি।
‘র্যাপিড ফায়ার’ প্রশ্নোত্তরে সাকিবের মুখোমুখি হয়েছিল ক্রিকেটভিত্তিক এ সংবাদমাধ্যম। এবার আইপিএলের নতুন মৌসুমে কোন দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন—সাকিবের কাছে এটা ছিল প্রথম প্রশ্ন।
উত্তরে বর্তমান চ্যাম্পিয়নদের কথা বলেন সাকিব, ‘মুম্বাই ইন্ডিয়ানস।’ রোহিত শর্মার দল এবার আইপিএলে হ্যাটট্রিক শিরোপার সন্ধান করবে। আইপিএলে মুম্বাই-ই সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি। পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা।