রাজধানীর নিউমার্কেট এলাকায় আজ বুধবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম মোস্তফা (৬০) নামের এক অটোরিকশাচালক মারা গেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল সোয়া সাতটার দিকে ঠিকানা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে চালক গোলাম মোস্তফা আহত হন। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সপরিবার রামপুরা এলাকায় থাকতেন।