মাদারীপুরের শিবচর পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় গত ২৪ ঘন্টায় ৩৯ জন জেলেকে ১ বছর করে কারাদন্ড ও ১ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে ২৮ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করে মৎস বিভাগ।
মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় শনিবার রাত সাড়ে ১২ টা থেকে রবিবার সন্ধা পর্যন্ত জেলা-উপজেলা মৎস বিভাগ ও ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৪০ জন জেলেকে আটক করা হয় এবং ২৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।আটককৃত ৩৯ জেলেকে ১ বছর করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে অংশ নেন, শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এম. রকিবুল হাসান, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস কর্তকর্তা এটিএম সামসুজ্জামানসহ শিবচর থানা ও নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান,’ মা ইলিশ রক্ষায় পুরো জেলাজুড়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পদ্মানদীর শিবচর অংশে গত ২৪ ঘন্টায় আমাদের অভিযানে ৪০ জন জেলেকে আমরা আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছি। মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।’