কিশোরগঞ্জের কুলিয়ারচরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রকে (১১) বলাৎকারের পর কাউকে না জানাতে শপথ করানো হয়। এমনই অভিযোগ উঠেছে মাদ্রাসার মোহতামিমের (প্রধান শিক্ষক) বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় মামলাও হয়েছে। বুধবার রাত ১১টায় ঐ ছাত্রের বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা ইয়াকুব আলীকে (৩২)।
তিনি উপজেলার উছমানপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে এবং কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর আদর্শ নূরানী হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম ।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার জানান, তিনি ঘটনাটি শুনেছেন। কমিটির সভা ডেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সুলতান মাহমুদ জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার