ধনী ও গরীব দেশে করোনা টিকা বিতরণে ভয়াবহ বৈষম্যের সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর প্রধান তেদ্রোস আধান্যম গ্যাব্রিয়াসুস বলেছেন, ধনী দেশগুলোর প্রতি চারজনে একজন টিকা নিয়েছেন। কিন্তু গরীব দেশে এটা ৫০০ এর বেশি জনে একজন। বৈশ্বিকভাবে করোনার টিকা বিতরণে রয়েছে ভয়াবহ বৈষম্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে মার্চের মধ্যে ১০০ মিলিয়ন ডোজ টিকা বিতরণ করতে চেয়েছিল। কিন্তু এ পর্যন্ত ৩৮ মিলিয়ন ডোজ টিকা বিতরণ সম্ভব হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, কয়েকটি দেশ এবং কোম্পানি কোভ্যাক্স প্রকল্পকে পাশ কাটিয়ে নিজেদের রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ চরিতার্থে দ্বিপাক্ষিকভাবে করোনার টিকা বিতরণ করছে। যা করোনা টিকা বৈষম্যকে তীব্রতর করছে।
কোভ্যাক্সে প্রকল্পের মাধ্যমে গরীব দেশগুলোকে করোনা টিকা সরবরাহ করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক বছরের মধ্যে ২ বিলিয়ন ডোজ টিকা ১৯০টি দেশে সরবরাহ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, ধনী দেশের সাথে একই সময়ে ৯২টি গরীব দেশগুলোও যেন পর্যাপ্ত টিকা পায় তা নিশ্চিত করতে চায় কোভ্যাক্স।
বিডি প্রতিদিন/ফারজানা