কক্সবাজারের টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা শিবিরে আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে আটক করেছে।
কক্সবাজার ১৬ আমর্ড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হ্নীলা নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা ২৪নং লেদা রোহিঙ্গা শিবিরের ব্লক-এ ২০৮নং রুমের বাসিন্দা মোহাম্মদ মিয়ার ঘরের পিছনের টয়লেটের ট্যাংকির উপর জুয়া খেলার সময় একই ব্লকের ১৯৮নং রুমের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোঃ আঃ শুক্কুর (১৮), ২৪নং এলএমএস ক্যাম্প এ-ব্লকের ১১৫নং রুমের বাসিন্দা আবু ছিদ্দিকের ছেলে মোঃ আয়ুব (২৬) এবং পি-ব্লকের শেড নং-১১৩৪/১ এর বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে মোঃ মীর আহমদ (৩৭)কে ধরতে সক্ষম হয়।
এসময় জুয়া খেলার ২৫৫টাকা, তাস, একটি এনড্রয়েড মোবাইল ও ১টি টর্চ লাইট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত সরঞ্জামাদিসহ আটক জুয়াড়িদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ