টাঙ্গাইলে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন-রংপুর জেলার পীরগঞ্জ থানার মদন খালী গ্রামের মো: দুলা মিয়ার ছেলে মো: নাজমুল ইসলাম (২২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মালদাই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো: সিরাজুল ইসলাম (২৫)।
রবিবার (১১ এপ্রিল) সকালে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এক প্রেস বিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান পরিচালনা করে মো: নাজমুল ইসলাম ও মো: সিরাজুল ইসলামকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য বহনকারী মিনি পিকআপ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। এ বিষয়ে মির্জাপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/তাফসির