রংপুরের পালিচড়া থেকে গাঁজাসহ মহাসনি আলী (৪০) নামে এক ইউপি সদস্য ও তার সহযোগী ফুল বাবু (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেেছ পুলিশ। আজ দুপুরে গ্রেফতার ইউপি সদস্য ও যুবককে আদালতে পাঠানো হয়। শনিবার রাতে পালিচড়া বড়ভিটা নামক এলাকা থেকে এলাকার মৃত রাজা মিয়ার ছেলে সদ্যপুষ্করিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহাসিন আলী ও বড় ভিটা এলাকার মৃত আব্দুর মজিদ মিয়ার ছেলে ফুল বাবুকে প্রায় ১ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়।
রংপুর সদর কোতয়ালী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গাজাসহ ইউপি সদস্য ও অন্য একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন