রাজধানীর উত্তরা তুরাগ থানাধীন কামাড়পাড়া এলাকা থেকে ইসমাইল সরকার (১৪) নামে এক কিশোরকে অপহরণের পর হত্যার অভিযোগে মূলহোতা আতাউল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কামাড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, ইসমাইলকে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণ চক্রের সদস্য আতাউল। দাবিকৃত টাকা না পেয়ে ওই কিশোরকে মেরে টঙ্গীর গুটিয়া তুরাগ নদের শাখা নদে ফেলে রেখে পালিয়ে যায়। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলার জের ধরে কামাড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন আতাউল।
এ ব্যাপারে পশ্চিম থানার ওসি শাহ-আলম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসিন আরাফাতসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা আতাউল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার আতাউল গাইবান্ধা জেলার সাঘাটা থানার রাম নগর গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, গত ১৯ মার্চ টঙ্গী পশ্চিম থানা পুলিশ সন্ধ্যা সোয়া ৭টায় তুরাগ নদের শাখা নদের কিনারায় ভাসমান অবস্থায় ইসমাইলের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এমআই