বাংলা নববর্ষ উপলক্ষ্যে নতুন একটি গান প্রকাশ করেছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী সুরকার এফএ প্রীতম। গানের শিরোনাম ‘বৈশাখে’। এটি লিখেছেন সালাউদ্দিন সাগর। সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব। গেয়েছেন কলকাতার জনপ্রিয় সংগীত শিল্পী আকাশ সেন। সম্প্রতি গানচিত্রের ব্যয় বহুল মিউজিক ভিডিও নির্মাণ করেন মাইকেল বাবু ও রতন। ‘গানের ব্যয় বহুল একটি ভিডিও নির্মাণ হয় এফডিসিতে। যেখানে ২০ ছেলে-মেয়ে অংশ নিয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন চিত্র নায়ক ও মডেল অভিনেতা সান্জু জন ও চিত্র নায়িকা মৌমিতা মৌ কাজ করেছেন। এডিটিং করেছেন সজীবুজ্জামান দিপু , কালার করেছন আশিকুজ্জামান অপু । পরিচালনা করেছেন জসিম উদ্দিন। মিউজিক ভিডিওটি প্রকাশ হবে জারা মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।