শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলনে জো বাইডেন এ কথা বলেন এবং সবাইকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচনের দৌড়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা তিনশ’র বেশি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছি। আপনারা ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। পুরো জাতি আমাদের সঙ্গে আছে। ক্ষমতা নেয়ার প্রথম থেকেই আমাদের কাজ হবে করোনার বিরুদ্ধে লড়াই করা।’
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টপকে জয়ের একেবারেই দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বাইডেন। ট্রাম্পের থেকে প্রায় ২৮ হাজার ভোটে এগিয়ে নিজের অবস্থান একেবারেই পাকা করে ফেলেছেন তিনি। এ অঙ্গরাজ্যে ২০টি ইলেক্টোরাল ভোট পেলেই হোয়াইট হাউসের টিকিট পেয়ে যাবেন বাইডেন। এখন পর্যন্ত ২৫৩টি ইলেক্টরাল ভোট পেয়েছেন বাইডেন। এছাড়া, ঝুলে থাকা জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাদাতেও এগিয়ে আছেন তিনি। তবে নেভাদাতে ১২ নভেম্বরের আগে চূড়ান্ত ফল ঘোষণার সম্ভাবনা নেই। নর্থ ক্যারোলাইনা ও আলাস্কাতেও শেষ হয়নি ভোট গণনা। এ দুটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। এ পর্যন্ত তার ঝুলিতে আছে ২১৩ ইলেক্টোরাল ভোট।
অন্যদিকে, জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ায় তার নিরাপত্তা বাড়িয়েছে সিক্রেট সার্ভিস এবং তার নির্বাচনী কার্যালয়েও বসানো হয়েছে পাহারা। এছাড়া সাবেক ভাইস প্রেসিডেন্ট হওয়ার কারণে আগে থেকেই মার্কিন সিভিল এভিয়েশন বাইডেনের বাড়ির এলাকাকে নো ফ্লাই জোন ঘোষণা করে।