গতবারের চ্যাম্পিয়নরা গতকাল হতাশা নিয়েই মাঠ ছেড়েছে। ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলেই টেবিলের শীর্ষে উঠতো লিভারপুল। লডাইয়ের ম্যাচে ম্যানসিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ আক্রমণাত্মক লাইন আপ নামিয়েছিলেন। ছিলেন ইন ফর্ম ডিয়েগো জোতাসহ আক্রমণের ত্রয়ী ফিরমিনো, সাদিও মানে ও মোহামেড সালাহ।
সুবর্ণ সুযোগে ১৩ মিনিটে এগিয়েও যায় তারা। কাইল ওয়াকার ডি বক্সে ফেলে দিয়েছিলেন মানেকে। পেনাল্টি থেকে লিভারপুলকে এগিয়ে দিয়েছেন সালাহ। কিছুক্ষণ পর মাথায় অসাধারণ গোলে সিটিকে সমতায় ফেরান গাব্রিয়েল জেসুস।
দ্বিতীয়ার্ধে সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করে বসে। নাহলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো! লিভারপুল খেলোয়াড়ের হ্যান্ড বলে ভার রিভিউতে পেনাল্টি পেয়েছিল। কিন্তু স্পট কিকে গোলের সুযোগ পেয়েও বাইরে দিয়ে শট মেরে বসেন ডি ব্রুইনা।
সবচেয়ে বেশি আগ্রাসী দেখা গেছে সিটিকে। দুই দলই জয় সূচক গোল পেতে চেষ্টা করেছে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থেকেছে দুই দল।
৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে লিভারপুল। উলভসকে ১-০ গোলে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে লিস্টার সিটি। ওয়েস্ট ব্রমকে ১-০ গোলে হারানো টটেনহাম উঠে গেছে দুইয়ে। অপর দিকে অ্যাস্টন ভিলার কাছে ৩-০ গোলে হেরে ১১তে নেমে গেছে আর্সেনাল।