ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। শেরপুর সদর উপজেলার বাসিন্দা দুই ভাই- মনিরুজ্জামান (৩৫) এবং জোবায়েদুল ইসলাম (৩০)।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় সোমবার (৯ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় ঢাকাগামী একটি পিকআপ পেছন দিক থেকে সামনের গাড়িকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে থাকা দুই সহোদর ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।