বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ২৪ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এই তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে বিশ্বের ২১৫টি দেশ আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ২৪ লাখ ৩২ হাজার ১৮৩। মৃত্যু হয়েছে ১২ লাখ ৮৯ হাজার ৫২৯ জনের। সুস্থ হয়ে উঠেছে তিন কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ৫৩২ জন।
উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রভাব বাড়ছে। আমেরিকা ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপে আবারও নতুন করে ভাইরাসটি পরিলক্ষিত হচ্ছে। তবে স্বস্তির কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি সাত লাখ আট হাজার ৬৩০। মৃত্যু হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৩৯৭ জনের।
দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ৮৪ হাজার ৩৯। মৃত্যু হয়েছে এক লাখ ২৮ হাজার ১৬৫ জনের। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৪৯ হাজার সাত। এর মধ্যে এক লাখ ৬৩ হাজার ৪০৬ জনের মৃত্যু হয়েছে।
উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ২৯৯। মৃত্যু হয়েছে চার হাজার ৬৩৪ জনের। দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। শুরু থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনের ভূমিকা রয়েছে। সেই দাবিকে আরও জোরালো করে চীনের উহানের ল্যাবের এক ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের বক্তব্য। লি মেং ইয়ান বলেন, চীনের ল্যাবেই তৈরি করা হয়েছে করোনাভাইরাস। এটি মানুষের তৈরি বলে তার কাছে শতভাগ প্রমাণ রয়েছে।
লি মেং ইয়ান এই ভাইরোলজিস্ট পালিয়ে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রে। হত্যার ভয়ে তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে যান।