রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, ভোট গণনা শেষে সংবাদ সম্মেলনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, উপনির্বাচনে ২১৭ কেন্দ্রের মধ্যে হাবিব হাসান নৌকা প্রতীকে ৭৫,৮২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসাইন ৫,৩৬৯ ভোট পেয়েছেন । নির্বাচনে ভোট পড়েছে ১৪.১৮ শতাংশ । ৫,৭৭,১১৬ টি ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ৮১,৮১৮টি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।