জামালপুর পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহমেদকে মেয়র পদের সমর্থনে মোটর শোভাযাত্রা হয়েছে।
সোমবার বিকালে স্থানীয় যুবসমাজের আয়োজনে শহরের কম্পপুর মাঠ থেকে মটর শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে মির্জা আজম চত্তরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, জলাবদ্ধাতা নিরশন ও আধুনিক পৌরসভা নির্মানে জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহমেদকে দলীয় মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
মোটর শোভাযাত্রায় কয়েক হাজার মটর সাইকেল অংশগ্রহন করে এবং স্থানীয় স্বর্বস্তরের জনগণ যুবলীগ এই নেতাকে মেয়র পদে দেখতে চায় বলে আশাবাদ ব্যক্ত করে।