আয়কর সংক্রান্ত যাবতীয় সেবা দেয়া হচ্ছে রংপুর কর অঞ্চল আয়োজিত আয়কর মেলায়। কোনও ঝামেলা ছাড়াই একই সাথে সব ধরনের সেবা পাওয়ায় খুশি কর দাতারা। মাসব্যাপী আয়কর মেলায় ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে সেবা দিচ্ছে বিভাগ এবং কর প্রদানে উদ্ধুদ্ধ করতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ।
করোনা ঝুঁকি এড়াতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আয়কর রিটার্ন জমা দেয়ার ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ। রিটার্ন দাখিলের সুবিধার্থে করা হয়েছে সুসজ্জিত পৃথক পৃথক বুথ।
আয়কর প্রদানে উৎসাহিত করতে এবং রংপুর কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন জানান দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখতে নানা উদ্যোগ নেয়া হয়েছে । ২০২০-২১ করবর্ষে রিটার্নের লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ এবং ২০১৯-২০ করবর্ষে রংপুর কর অঞ্চলে রিটার্ন দাখিল হয়েছে ১ লাখ ১৯ হাজার।