যেখানেই বিতর্ক সেখানেই পাওয়া গেছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রৌনতকে। যে কোনও পরিস্থিতি নিয়ে মন্তব্য করার বেশ নাম রয়েছে এই অভিনেত্রীর।
ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই তারকা এবার ক্রিকেট মাঠে নেমে এলেন। মৃত্যু হুমকি পাওয়া ও সাকিবের দুঃখ প্রকাশ করা নিয়ে কঙ্গনা তার টুইটারে মন্তব্য করেছেন। কলকাতায় কালীপূজায় সাকিবের যাওয়ার পর বাংলাদেশব্যাপী যে সমালোচনা ও উগ্রবাদী ভিডিও প্রকাশ হয়েছে সে সবকিছু মিলিয়ে পোস্টটি করেছেন কঙ্গনা।
সাকিবের বিষয়টি নিয়ে ভারতের টাইমস নাউ পত্রিকার একটি নিউজ শেয়ার করে কঙ্গনা হিন্দিতে লেখেন, ‘কেন মানুষরা মন্দিরকে ভয় পাচ্ছে? এর কারণ কী? যদি হিন্দুরা সারাদিন মসজিদে থাকে তবুও রামের নাম তাদের হৃদয়ে থাকবে।’ কথা বলেছেন মন্দিরে হামলা প্রসঙ্গে।
গত ১২ নভেম্বর, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতায় কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন- এর জের ধরে তাকে হত্যা হুমকি দেওয়া হয়। সিলেটের মহসিন তালুকদার নামের এক যুবক চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার কথা বলে। ২৪ ঘণ্টার মধ্যে সাকিব নিজের ইউটিউব চ্যানেলে এসে ক্ষমা চান।
বলেন, ‘অনেকেই বলছে, আমি পূজা উদ্বোধন করেছি। যেটি আমি কখনোই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করবো না। তারপরও হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমাপ্রার্থী। আমি আশা করবো, আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম কোনও ঘটনা যেন আর না ঘটে, সেটিও চেষ্টা করবো।’
অন্যদিকে, পূজার প্রধান উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল জানান, সাকিব তাদের পূজার উদ্বোধন করেননি। তিনি শুধু উদ্বোধনের পর মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছিলেন ও মোমবাতি জ্বালিয়েছিলেন। তারপরও সাকিব নিয়ে উগ্রবাদী হুমকি পাওয়া যায়। সূত্র: ইন্ডিয়া ডট কম