লালমনিরহাট প্রতিনিধি (মো: সুলতান হোসেন): লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজারে অগ্নিকান্ডে ঘটনায় ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ওই বাজারের হক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বুড়ির বাজারের হক মার্কেটে ডিস কন্ট্রোল রুমে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। এরপর মুহুর্তে সেই আগুন ছড়িয়ে পরে মার্কেটের দোকান গুলোতে। আগুনে মুহুর্তে পুড়ে ছাই হয়ে যায় হক মার্কেটের ১১টি দোকান। এ ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকা ক্ষয়- ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। তবে এ ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে তারা আশংকা করছেন। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এক ঘন্টর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগে ১১টি দোকান পুড়ে যায়।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সমবেদনা জানান। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তারা।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সাহেদুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে ডিস কন্ট্রোল রুমের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।