মোল্লা শাওন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ৩২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ।
শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য বিভাগ জানায়, সুগন্ধা ও বিষখালী নদীর ৪০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হলেও অসাধু জেলেরা মা ইলিশ ধরার চেষ্টা করে।
জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নদীতে অভিযান চালিয়ে ৩২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করে। জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের আদেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হবে।
নিউজটি শেয়ার করুন /দেশ টাইমস
All data were collected and analyzed centrally at the coordinating center at the University of North Carolina, Chapel Hill online cialis mirabegron will increase the level or effect of doxorubicin by affecting hepatic enzyme CYP2D6 metabolism