কুড়িগ্রাম প্রতিনিধি: কীর্ত্তিকা সেন বিল্টু: ২৩ নভেম্বর ২০২০ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীত সীমান্তে বিএসএফ’র হাতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আটক হয়েছে। আটক জহুরুল ইসলাম ওই উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।
এলাকাবাসী ও বিজিবি সুত্রে জানা যায়, রবিবার গভীর রাতে জহুরুল তার সঙ্গীদের সাথে গরু আনতে ওই উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৯ এস এর পাশ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘলটারী বিএসএফ ১২৯ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে দেশে ফিরে আসতে পারলেও জহুরুল (৫০) তা পারেনি। তাকে আটক করে বিএসএফ।
কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন বিএসএফ’র হাতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি জহুরুল নামের একজন গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।