কুড়িগ্রাম প্রতিনিধি (কীর্ত্তিকা সেন বিল্টু): ২৪ নভেম্বর ২০২০ কুড়িগ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে দুই প্রতিষ্ঠানের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেট্রিক পদ্ধতির প্রচলন, বাস্তবায়নসহ ওজন ও পরিমাপে কারচুপি রোধে ২৩ নভেম্বর সোমবার রংপুর বিভাগীয় বিএসটিআই এর উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত চৌধুরী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মিঠুন কবিরাজ। এ সময় ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪১ মি. লি জ্বলানী তেল কম দেয়ায় মেসার্স পনির এন্ড সন্স সার্ভসেস সেন্টারকে ৩ হাজার ও পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৮৩ মি. লি এবং ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৮০ মি. লি কম প্রদান করায় মেসার্স একরাম ফিলিং স্টেশনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই কতৃপক্ষ জানায় জেলা প্রশাসনের সহযোগিতায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে।