বাংলাদেশ থেকে হাজার মাইল দুরে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ১৯৮৬ সালে বাংলাদেশের মানুষ তাকে চিনতে শুরু করেন এবং তার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর থেকে। তার খেলা বা তার মাধ্যমেই বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দূর দেশ আজেন্টিনা সম্পর্কে জানতে বেশি আগ্রহী হয়।
বিশ্বকাপ আসলেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ শুরু হয়। ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬ ও ২০১৮ সাল মানে বিশ্বকাপ আসলেই বাড়ির ছাদে আর্জেন্টিনার নীল-সাদা পতাকা। বিশ্বকাপ আসলেই বাংলাদেশে আজের্ন্টিনা নিয়ে উন্মাদনার শেষ নেই। আর আজেন্টিনা মানেই ম্যারাডোনা। আজ সেই ফুটবল জাদুকরের বিদায়। তার দেশ থেকে হাজার মাইল দূরের কোটি কোটি ভক্ত আজ কাঁদছেন।