ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে নিজ ফসলি জমিতে মর্মান্তিকভাবে মারা গেলেন আব্দুর রহিম (৪৪) নামের এক কৃষক।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের টেপারহাট গ্রামে। সে ওই গ্রামের মৃত সমসের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী কৃষকরা জানায়, সকালে টাক্টর ভাড়া করে যখন জমি লাঙল দিচ্ছিলেন, তখনই ঘটে দুর্ঘটনা। টাক্টরে চালকের আসনের পাশেই বসেছিলেন রহিম। চলন্ত টাক্টর থেকে হঠাৎ পড়ে যান তিনি । এসময়ে পরনের লুঙ্গিটি জড়িয়ে যায় টাক্টরের ফলায়। কৃষকের দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় ট্রাক্টর রেখে পালিয়ে যায় চালক।
কিশোরীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছি। টাক্টরের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।