কুড়িগ্রাম প্রতিনিধি (কীর্ত্তিকা সেন বিল্টু): সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতেও বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্ম বিরতী পালন করেছে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে তারা এ কর্মসূচী পালন করে।
কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নাগেশ্বরী উপজেলা শাখা আহবায়ক আব্দুস সামাদ আজাদ, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক প্রদীপ রায়, নজরুল ইসলাম, গোলাম কবির প্রমুখ।
তারা জানান, গত ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দেন। ২০১৮ সালের ২ জানুয়ারী তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহনের জন্য কমিটি গঠন করেন। সর্বশেষ এ বছরের ২০ জানুয়ারী তারা হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও মহাপরিচালক তাদের দাবী মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। কিন্তু আজও তাদের বেতন বৈষম্য নিরসনের দাবী বাস্তবায়ন হয়নি। দ্রুত তারা এর বাস্তবায়ন চান।
তারা জানান, তাদের এ দাবী বাস্তবায়ন না হলে তারা ২৬ নভেম্বর থেকে ইপিআই কার্যক্রম ও আগামী ৫ ডিসেম্বর থেকে হাম-রুবেলা ক্যাম্পেইনসহ ১ লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কেন্দ্রের টিকাদান কার্যক্রম থেকে কর্মবিরতী পালন করবেন।