লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তিস্তা টোলপ্লাজা এলাকা থেকে ৬ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ শফিক মিয়া (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স তিস্তা টোল প্লাজা এলাকায় গাঁজাসহ মাদক কারবারি শফিককে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৬ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(খ) মূলে থানায় মামলা হয়েছে।