কুড়িগ্রাম প্রতিনিধি (কীর্ত্তিকা সেন বিল্টু): কর্তৃপক্ষ জানেন না। কিন্তু পত্রিকায় প্রকাশ পেয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। তা দেখে থানায় জিডি করেছেন প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত প্রধান। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা মহাবিদ্যালয়ে।
জানা যায়, কচাকাটা মহাবিদ্যালয়ের নিয়মিত অধ্যক্ষ জহুরুল হক গত ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারী অবসরে গেলে পদটি শুন্য হয়। এরপর উপাধক্ষ্য রফিকুল ইসলামকে দেয়া হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব। পরে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে শুন্য পদে ১জন অধ্যক্ষ ও ১জন গ্রহন্থাগারিক নিয়োগের সিদ্ধান্ত হলে গত ২০১৯ সালের ১৫ ডিসেম্বর এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। ওই নিয়োগ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। উপাধক্ষ্য অধ্যক্ষ পদে নিয়োগ প্রত্যাশী হওয়ায় এ বছরের ১ মার্চ গোলজার হোসেনকে দেয়া হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব।
এরপর হঠাৎ করে সাপ্তাহিক চাকরির খবরপত্র পত্রিকায় প্রকাশিত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তাদের নজরে আসে। সেখানে গত ২৪ অক্টোবর দৈনিক যুগান্তরের সুত্র দিয়ে ওই প্রতিষ্ঠানে শুন্য পদে ১জন অধ্যক্ষ ও ১জন গ্রহন্থাগারিক নিয়োগে বিজ্ঞপ্তি ছাপানো হয়। যা সর্ম্পকে অবগত নয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পরে দৈনিক যুগান্তর পত্রিকা খুজেও তারা এ বিজ্ঞপ্তিটি পায়নি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুমকে অবহিত করেন। পরে নির্বাহী কর্মকর্তার পরামর্শে গত ৭ নভেম্বর কচাকাটা থানায় একটি সাধারন ডায়েরী করেন তিনি।
ভবারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন জানান, প্রতিষ্ঠানের ভাবমুর্তি নষ্টে তাদের অজ্ঞাতে কে কা কারা এ বিজ্ঞপ্তিটি ছেপেছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক একটি কাজ। আমরা এর প্রতিবাদে থানায় জিডি করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম জানান, বিষয়টি জেনে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে থানায় জিডি করতে বলেছেন।