কুড়িগ্রাম প্রতিনিধি (কীর্ত্তিকা সেন বিল্টু): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই সন্তানের জনক ৩৫ বছর বয়সী এক ব্যাক্তির বিরুদ্ধে নারকেল দেয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। থানায় মামলা করেছেন শিশুটির বাবা। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া ফকিরপাড়া গ্রামে।
মামলা এবং পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর বুধবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খোলা মাঠে খেলা করছিল। এসময় প্রতিবেশী সায়েদ আলীর ছেলে দুই সন্তানের জনক হাবিবুর রহমান (৩৫) তাকে নারিকেল দেয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে সে তার শোয়ার ঘরে নিয়ে গিয়ে তাকে জোড়পুর্বক ধর্ষন করে। এসময় শিশুটি কান্নাকাটি করলে সে তাকে বাড়ির বাইরে রেখে পালিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে কাঁদতে দেখে তার নানী ফরিদা বেগম তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বাড়ীতে ফিরে সে পরিবারের সকলের সামনে সবকিছু খুলে বলে। পরে শিশুটিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় শিশু ও নারী নির্যতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার দুপুর ১২টার দিকে চরবলদিয়া গ্রাম থেকে অভিযুক্ত হাবিবুর রহমানকে আটক করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।