পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার তুলারডাঙ্গা নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম শিকারপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার তুলার ডাঙ্গায় করতোয়া নদীতে মাছ ধরছিলেন আবু বক্কর সিদ্দিক। সেখানে সে করতোয়া নদীতে জাল ফেলে মাছ ধরে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে নদীর পানিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পঞ্চগড় সদর থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল হোসেন জানান, সদর উপজেলার তুলার ডাঙ্গায় করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে সিদ্দিক নামে ঐ ব্যাক্তি মারা যান। তবে পরিবার না চাওয়ায় তার ময়নাতদন্ত না করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।