কীর্ত্তিকা সেন বিল্টু (কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাহেরা ওয়াসেক হাসপাতাল চত্বরে আলমাসজিদুল মোস্তফা নামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি গোলাম মোস্তফা। রবিবার সকাল সাড়ে ১১টায় তিনি এর উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মোস্তফা জামান, নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক, জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, দেশবন্ধু গ্রুপের এডমিন ব্রি. জেনারেল (অব) জাকির হোসেন, ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সরকার রাকিব আহমেদ জুয়েল, মঈনুল হোসেন লাল প্রমুখ।
এসময় উদ্বোধক সাহেরা ওয়াসেক ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, আমি নিয়ত করেছি আল্লাহ তৌফিক দিলে এ মসজিদের আদলে দেশের বিভিন্ন জায়গায় ১০১ মসজিদ নির্মাণ করব। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার এ নিয়ত পুরণ করেন।
ভিত্তি স্থাপন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নাগেশ্বরী বাসস্ট্যান্ড দারুণ নাজাত জামে মসজিদের ইমাম মাও. হাফিজুর রহমান।