রোববার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন অজি ওপেনার ডেডিড ওয়ার্নার কুচকির চোটের কারণে তিনি খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়েন।
চিকিৎসকরা জানিয়েছেন শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি। তবুও ডেভিডকে টেস্ট সিরিজে পাবেন এমন আশা ব্যক্ত অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারের ।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৬৯ এবং ৮৩ রানের দুটি ইনিংস খেলেন এই ওপেনার। অন্যদিকে পেসার প্যাট কামিন্সকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।