কীর্ত্তিকা সেন বিল্টু (কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলন্ত অটোবাইক থেকে ছিটকে নিচে পড়ে এক মহিলা মারা গেছে। মৃত শান্তি রায় (৪০) ওই উপজেলার বড়ভিটা ইউনিয়নের চৌকিদার পাড়ার কৃষ্ণ চন্দ্রের স্ত্রী।
সোমবার দুপুর ১ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেঁজুরের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতের স্বজন মনিন্দ্র নাথ রায় ও সন্তোষ চন্দ্র চন্দ্র জানান, শান্তি রায় পরিবারের অন্যান্যদের সাথে নিজ বাড়ী থেকে অটোবাইকে করে আত্মীয়ের বাড়ী উলিপুরে যাচ্ছিলেন। পথে সেটি উপজেলার খেঁজুরের তল এলাকায় পৌঁছালে মোড়ে বাক নেয়ার সময় চলন্ত অটোবাইক থেকে সে ছিটকে নিচে পড়ে যায় গুরুতর আহত হয়। স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।