মাসুদ রানাঃ
বাংলাদেশে আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু চাকুরীর বাজার নয়,বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে নারীদের অনুপ্রাণিত করতে ০১ জানুয়ারী ২২ ইং সেগুনা বাগিচা কচিকাঁচার মিলনয়াতনে সারা বাংলাদেশের ৩৫ জন পরিশ্রমী আত্ননির্ভরশীল সফল নারী উদ্যোক্তা’কে সম্মননা অ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয় “আমরা নারী আমরা উদ্যোক্তা”সংগঠনটি।উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাগরিক ঢাকার সভাপতি,এম নাঈম হোসাইন,সভাপতিত্ব করেন,রহিমা আক্তার সুইটি,সভাপতি “আমরা নারী আমরা উদ্যোক্তা সংগঠনের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শমশের আলী হেলাল,পাবলিক স্পিকার সোসাল এন্টারফ্রেন্স অব কানাডা,ড.আলমাসুর রহমান,মাইন্ড জিম কাউন্সিলর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি,মোস্তাক হাসান,সাবেক চেয়ারম্যান বেসিক,জসিম উদ্দিন, মাস্টার কার্ফমেন এন্ড ডিজাইন বেসিক,মুনির হাসান,কডিনেটর অব ইউর্থ প্রোগ্রাম দৈনিক প্রথম আলো,সাইদুর রহমান ডিরেক্টর ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ,মিশু শান্ত ভূইয়া,কর্পোরেট টেইনার এন্ড পাবলিক স্পিকার,লালয়া নাজনিন,এসআর এডমিন স্টার সিনেপ্রেক্স,উপমা আহমেদ,ইংরেজি লেকচারার,কানাডিয়ান ইউনিভার্সিটি,রুবিয়াত ফাতেমা তনী,ফাউন্ডার এন্ড সিইও সেনবিস,আকবর হোসাইন,ফাউন্ডার সেলস বাংলাদেশ।আরো উপস্থিত ছিলেন,মাহা রহমান,সুরাইয়া আক্তার,নাহিদা সুলতানা,শাম্মী আক্তার,নুরুর নাহার,আসমা আক্তার সুমি,মিস্টি সুইটি,সালেহা বেগম,সাখাওয়াত হোসেন মজুমদার,স্বপন খান,ইতি আহসানুল,আরোনী চৌধুরী,শিরিন রহমান,শেফালি আক্তার সহ আরো অনেক নারী উগ্যোক্তা।
নতুন বছর’কে সামনে রেখে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যেতে চায় বলে জানান,আমরা নারী আমরা উদ্যোক্তার সভাপতি,রহিমা আক্তার সুইটি।কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।