পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মনোনীত প্রার্থী জেলা জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব জাগপার সহসভাপতি মোঃ শাহরিয়ার আলম বিপ্লব তাঁরা নিজ নিজ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীরের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সন্ধ্যায় পঞ্চগড় জেলা নির্বাচন কমিশনার আলমগীর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর।
পঞ্চগড় জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ১৫৩ জন ও নারী ভোটার ১৭ হাজার ৮৫৮ জন।