কুড়িগ্রাম প্রতিনিধি (কীর্ত্তিকা সেন বিল্টু): কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান (৭০) মন্ডল মারা গেছে। ১ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এলাকায় আয়নাল মন্ডলের চাতালের মোড়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল নিজ বাড়ী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজার এলাকা থেকে মোটরবাইকে করে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়ক ধরে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজারে যাচ্ছিল। এসময় আন্ধারীঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রলি তাকে সজোড়ে ধাক্কা দেয়। তিনি মোটরবাইক থেকে ছিটকে পাকা রাস্তা পড়ে গুরুতর জখম হন।
এলাকাবাসী ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০ টায় কাঠালবাড়ী নামক স্থানে তার মৃত্যু হয়।
উল্লেখ্য নুরুজ্জামান মন্ডল দুই মেয়াদে ৯ বছর রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।