উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২ডিসেম্বর) পৌরশহরের হায়াৎখাঁ পাঠানপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় ও সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল ইসলাম রাসেল যৌথ অভিযান চালিয়ে বুলেট মিয়া (৩২)নামের এক মাদকসেবীকে আটক করেন। সে ওই এলাকার মৃত জরিপ উদ্দিনের পুত্র। এসময় তার কাছে ১০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম রাসেল ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক বুলেট মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ হাজার টাকা অর্থদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।